ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জোটসঙ্গী মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি) বিরোধী শিবিরে যোগ দিয়েছে। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি অনাস্থা প্রস্তাবের বিষয়ে ভোটাভুটির কয়েকদিন আগে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সঙ্গে চুক্তি করতে যাচ্ছে এমকিউএম-পি। এ অবস্থায় ইমরানের প্রধানমন্ত্রীর পদ হারানোর শঙ্কা তৈরি হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় বিকাল ৪ টায় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরবে এমকিউএম-পি ও পিপিপি। আগামী ৩ এপ্রিল ইমরান খানের প্রতি অনাস্থা প্রস্তাবের ওপর পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে ১৭২ জন সংসদ সদস্যের ভোট প্রয়োজন । এমকিউএম-পি দলের সাতটি আসন রয়েছে। পিপিপি’র সঙ্গে এমকিউএম এর জোট হলে বিরোধী শিবিরে মোট আসন সংখ্যা হবে ১৬৯টি ভোট। ফলে বাকি থাকে মাত্র ৩টি আসন। এমকিউএমপি জোট ছাড়লে ইমরানের সমর্থনে তখন থাকবে ১৬৪ জন সদস্য। এ অবস্থায় ইমরানের প্রধানমন্ত্রী পদ অনেকটাই নড়বড়ে হয়ে পড়বে। গত মঙ্গলবার রাতে বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করে এমকিউএম-পি দলের নেতারা। এ খবর প্রকাশের পরপরই দেশটির রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়ে পড়ে। তারপর রাত ২টায় বৈঠকে যোগ দেন পিপিপি দলের নেতা আসিফ আলি জারদারি, তার ছেলে বিলাওয়ালসহ ও অন্যান্য নেতারা। এক টুইট বার্তায় এমকিউএম-পি দলের নেতা সিনেটর ফয়সাল জানান, প্রধান বিরোধী দল পিপিপি’র সঙ্গে বৈঠকে তারা একটি সম্মতিতে পৌঁছাতে পেরেছেন। আজ বুধবার এ বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবেন। অপর এক টুইট বার্তায় একই সুরে কথা বলেন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। ওই টুইট বার্তায় তিনি লিখেন, ‘ইতিমধ্যেই ঐক্যবদ্ধ বিরোধী জোট এবং এমকিউএম নিজেদের মধ্যে একটি চুক্তি করেছে। রাবতা কমিটি এমকিউএম এবং পিপিপি নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বিরোধী জোটের মধ্যে চুক্তি অনুমোদন করবে। এ বিষয়ে সাংবাদ সম্মেলনে বিস্তারিত জানাব। পাকিস্তানকে অভিনন্দন।’ এর আগে গত সোমবার পিএমএল-কিউ ইমরানকে সমর্থনের কথা জানিয়েছে। দলটি পিটিআইয়ের ঘনিষ্ঠ মিত্র। তাদের পাঞ্জাবে এবং কেন্দ্র যথাক্রমে ১০টি ও ৫টি আসন রয়েছে। বিনিময়ে পিএমএল-কিউ দলের নেতা চৌধুরী পারভেজ এলাহীকে পাঞ্জাবে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচনে মনোনয়ন দেবে পিটিআই। আগামী ৩ এপ্রিল পিএমএল-কিউ ইমরানকে সমর্থন দিলে এ যাত্রায় রক্ষা পেতে পারেন ইমরান।