প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের গুনে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ: মোঃ ইউনুস

0

বাংলাদেশ থেকে বরিশাল  প্রতিনিধি: দুই বারের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। তেমনিভাবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বগুনে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর অসম সাহসিকতা ও সুদৃঢ় নেতৃত্বের কারনে দেশ-বিদেশের নানা ষড়যন্ত্র উপেক্ষা করে পদ্মা বহুমুখী সেতু নির্মাণসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ইতোমধ্যে যার সুফল দেশের সাধারণ মানুষ ভোগ করতে শুরু করেছেন। শুক্রবার রাতে জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এলাকায় আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী শাপলা সংগঠনের এক বছর পূর্তি অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যারা এতোদিন পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিলো, সেই দলের নেতাকর্মীরাও এখন পদ্মা সেতু দিয়ে দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। সংগঠনের সভাপতি কবির হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ তালুকদার ও সহসভাপতি মুয়াজ্জেম হোসেন ফকির। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন সংগঠনের সভাপতি প্রবাসী কবির হাসান মৃধা।

Share.