সোমবার, ফেব্রুয়ারী ১০

প্রধান উপদেষ্টাকে নির্বাচনী রোডম্যাপ সোমবার দেবে বিএনপি

0

ঢাকা অফিস: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে। এছাড়া মে ও জুন মাসের মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রণয়ন করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করছে দলটি। রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিএনপির একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, আমরা নির্বাচনের বিষয়ে আলোচনা করেছি। জাতীয় নির্বাচনের প্রস্তুতি কেমন, সেটি জানতে চেয়েছি। মনে হচ্ছে, নির্বাচন কমিশন সঠিকভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপির এই নেতা বলেন, আগামী মে বা জুন মাসে জাতীয় নির্বাচনের পুরো প্রস্তুতি সম্পন্ন করবে ইসি। তবে জাতীয় নির্বাচন কবে হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বর্তমানের ইসির নেই বলে উল্লেখ করেন তিনি। এতে সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা রয়েছে। তিনি বলেন, যেহেতু অভ্যুত্থানের পর আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের একটি আইনী বাধ্যবাধকতা থাকে তা থেকে বর্তমান পরিস্থিতি একটু ভিন্ন তাই এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে রাজনৈতিকি ঐক্যমতের ভিতিতে করতে হবে। আগামী সোমবার বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। কারণ, জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। নজরুল ইসলাম খান বলেন, ইসি সঠিকভাবে কাজ করছে। জাতীয় নির্বাচনে ৩০ লাখ নতুন ভোটার যুক্ত হবে, এটা আগে বাদ পড়েছিল। এছাড়া ১৫ লাখ ভোটার বাদ যাবে। কারণ, তারা মারা গেছেন। তবে বিদ্যমান তালিকায় ভোটার বাড়বে। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কোন প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় মনে করলে বিএনপি তাতে বাধা দেবে বলেও জানান নজরুল ইসলাম খান। বিএনিপির এই সিনিয়র নেতা বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে ইসির সাথে নয়, প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করা হবে। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

Share.