বুধবার, জানুয়ারী ২২

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দেখা করেছেন সেনাপ্রধান

0

ঢাকা অফিস: আজ রোববার ( ২২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগদানের জন্য আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। ২৭ সেপ্টেম্বর তার উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেয়ার কথা রয়েছে। এর আগে আজ সেনা প্রধান ওয়াকার-উজ-জামান সৌজন্য সাক্ষাত করেছেন। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সেনাপ্রধান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ ছাড়া তিনি দেশব্যাপী আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। চলতি মাসেই অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস প্রথমবারের মত ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন। সেসময় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান তাকে স্বাগত জানিয়েছিলেন।

Share.