ঢাকা অফিস: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইস্যুতে বিতর্ক বাড়ার মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির তিন নেতা। হঠাৎ এ বৈঠকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘দেশে যাতে নতুন করে সাংবিধানিক সংকট না সৃষ্টি হয় সে জন্য তারা সেটি খেয়াল রাখতে বলেছেন।’ এর বেশি কিছু বলেননি বিএনপির এই নেতা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আধা ঘণ্টা পর বেলা ১২টার দিকে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বিএনপি নেতারা। যমুনা থেকে বের হয়ে আসা বিএনপির প্রতিনিধি দলে নজরুল ইসলাম খান ছাড়াও ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
প্রধান উপদেষ্টার সঙ্গে হঠাৎ করেই বৈঠকে বিএনপির নেতারা
0
Share.