প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের ৫৫ বিচারপতি নিলেন টিকার ২য় ডোজ

0

ঢাকা অফিস: করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সুপ্রিম কোর্টের ৫৫ জন বিচারপতি। করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার শুরুর দিন বৃহস্পতিবার (৮ এপ্রিল) প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের এসব বিচারপতি তা গ্রহণ করেন। যে ৫৫ জন আজ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন তাঁরা প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৫ জন এবং হাইকোর্ট বিভাগের ৫০ জন বিচারপতি। সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রধান বিচারপতি সস্ত্রীক টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, তাঁর সহধর্মিণী সেলিনা খালেক এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

Share.