বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

প্রাণভোমরা মেসিবিহীন ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ডি মারিয়ারা

0

স্পোর্টস ডেস্ক: দলের সঙ্গে ছিলেন না প্রাণভোমরা লিওনেল মেসি। ডাগআউটে ছিলেন না কোচ লিওনেল স্ক্যালোনিও। তবুও থেমে থাকেনি দলের জয়রথ। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজের গোলে চিলির বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে কোপাজয়ী আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে অনুষ্ঠিত ম্যাচটিতে জিতে আন্তর্জাতিক ফুটবলে টানা ২৮ ম্যাচ ধরে অপরাজিত থাকার তকমা ধরে রাখল ডি মারিয়ারা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মার্টিনেজরা। নিয়মিত অধিনায়ক ও কোচ ছাড়া চিলির মাঠে পরীক্ষা দিতে নামা আর্জেন্টিনা ম্যাচের নবম মিনিটেই ডি মারিয়ার গোলে এগিয়ে যায়। রদ্রিগো দে পলের পাস ধরে দারুণ শুরু এনে দেন তিনি। অবশ্য এই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি সফরকারীরা। বেন ব্রেরেতন দিয়াসের লক্ষ্যভেদে সমতায় ফেরে চিলি। গোলের নেশায় মাঠে নামা আর্জেন্টিনা বিরতিতে যাওয়ার আগেই এগিয়ে যায়। এবার স্কোরশিটে নাম তোলেন লাউতারো মার্তিনেজ। ৩৪ মিনিটে জাল খুঁজে নেন ইন্টার মিলান স্ট্রাইকার। ৩০ গজ থেকে দে পলের নেওয়া জোরালো শট প্রতিহত করেন ক্লাউদিও ব্রভো। ফিরতি বলে শট করে জালে পাঠান লাউতারো। দ্বিতীয়ার্ধে আর কোনও দলই গোল না পাওয়ায় ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এ নিয়ে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকলো ডি মারিয়ারা। একই সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান সুসংহত করলো। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট আলবিসেলস্তেদের। এক ম্যাচ বেশি খেলা চিলি ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে।

Share.