ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৯ বছর। শুক্রবার বাকিংহাম প্যালেস থেকে এ ঘোষণা দেওয়া হয় । বলা হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে মহামান্য রানি তার প্রিয়তম স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুর খবর ঘোষণা করছেন। তিনি আজ সকালে উইন্ডসর ক্যাসেলে শান্তির সঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।” ডাউনিং স্ট্রিট থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘‘তিনি (প্রিন্স ফিলিপ) অসংখ্য তরুণকে অনুপ্রাণিত করেছেন।” অসুস্থ বোধ করায় গত ১৬ ফেব্রুয়ারি ৯৯ বছরের প্রিন্স ফিলিপকে কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন বলা হয়েছিল, তিনি কোভিড-১৯ এ আক্রান্ত নন। হৃদযন্ত্র পরীক্ষার জন্য পরে তাকে আরেকটি হাসপাতালে সাত দিন রাখা হয়। সেখানে সফলভাবে তার হৃদযন্ত্রের পরীক্ষা ও চিকিৎসা হয় বলে জানিয়েছিল বিবিসি। দীর্ঘ প্রায় এক মাস চিকিৎসার পর গত মাসের মাঝামাঝিতে হাসপাতাল ছেড়েছিলেন প্রিন্স ফিলিপ। ১৯৪৭ সালে প্রিন্সেস দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তার বিয়ে হয়। তার প্রায় পাঁচ বছর পর রানি হন এলিজাবেথ। এ দম্পতির চারটি সন্তান রয়েছে।
প্রিন্স ফিলিপ মারা গেছেন
0
Share.