সোমবার, ডিসেম্বর ২৩

‘প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা’

0

ঢাকা অফিস: ‘ভিডিও কলে প্রেমিকের সঙ্গে কথা বলতে বলতে’ ফ্যানের সঙ্গে ওড়না লাগিয়ে এক তরুণী ফাঁস দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাজধানীর সায়েদাবাদে মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ওসি মাযহারুল ইসলাম জানান, তরুণীর নাম সনজিদা ইসলাম রিমি (১৮)। তিনি হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের শিক্ষার্থী। গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবে। তার মা তানিয়া লেবানন প্রবাসী। বাবা ফল ব্যবসায়ী। বাবা ও ভাইকে নিয়ে সায়েদাবাদ এলাকায় থাকতেন তিনি। স্বজনদের বরাতে ওসি বলেন, হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজেরই ছাত্র সোহেলের সঙ্গে রিমির প্রেম ছিল। মঙ্গলবার বাসায় ভিডিও কলে সোহেলের সঙ্গে কথা হয়, কথা বলতে বলতে ফ্যানের সঙ্গে ওড়না লাগিয়ে ফাঁস দেয়। পরে সোহেল ছুটে এসে রিমিকে উদ্ধার করে। ‘প্রথমে তাকে ইসলামিয়া হাসপাতাল পরে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে যাওয়ার পর এক পর্যায়ে সোহেল পালিয়ে যায়।’ স্বজনরা রিমিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান।

Share.