প্রেমিকার ধর্ষণ মামলায় প্রেমিকের নয়া বিয়ের হলুদ সন্ধ্যা পন্ড

0

ঢাকা অফিস: ৬ বছর প্রেমভালবাসা করার পর প্রেমিকাকে বিয়ে না করে অন্যত্র বিয়ের আয়োজন করায় প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে প্রেমিকা। থানায় মামলা করার প্রস্তুতির খবর শুনে প্রেমিক তার আয়োজন করা হলুদ সন্ধ্যা ছেড়ে পালিয়ে যাওয়ায় পন্ড হয়ে গেছে হলুদ সন্ধ্যাসহ নয়া বিয়ের সমস্ত আয়োজন। ঘটনাটি ঘটেছে টঙ্গী পাগাড় ছালামের আটার কল এলাকায়। শুক্রবার টঙ্গী থানায় দায়ের করা মামলার অভিযোগ সূত্রে জানা যায়, প্রেমিকা জেসমিন (২২) ও প্রেমিক সজিব (৩০) একই এলাকার বসবাস করতো। এ সুবাদে উভয়ের মধ্যে গত প্রায় ৬ বছর পূর্ব থেকে প্রেমের সম্পর্ক চলতে থাকে তাদের মাঝে। প্রেমভালবাসার সম্পর্কে তারা বিভিন্ন পার্ক রিসোর্টেসহ নানা স্থানে ঘুরে বেড়ায় ও নানা স্থানে অবস্থান করে রাত্রি যাপনও করে। গত ৪ মে বিকালে বেড়াতে যাবার কথা বলে জেসমিনকে পাগাড় সালামের আটারকলস্থ নিজ বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত প্রেমিক সজিব। এ সময় তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে প্রেমিক সজিব। ইতিপূর্বেও বিভিন্ন সময়ে একাধিকবার তাকে ধর্ষণ করে বলে থানায় লিখিত অভিযোগ করেছে জেসমিন। এর মধ্যে প্রেমিক সজিব অন্যত্র বিয়ের আয়োজন করতে থাকে। জেসমিনকে রেখে অন্যত্র বিয়ে করার কথা জানতে চাইলে প্রেমিক সজিব জেসমিনকে জানায়, সে তাকে বিয়ে করবে না। বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি দিয়ে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় প্রেমিক সজিব। বৃহস্পতিবার প্রেমিকা জেসমিন জানতে পারে তার প্রেমিক সজিব অন্যত্র বিয়ের আয়োজন করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায়ই তার গায়ে হলুদ। বৃহস্পতিবার জেসমিন সজিবের কাছে গিয়ে পূনরায় তাকে বিয়ের জন্য চাপ দিলে সে জেসমিনকে খুন করার হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। প্রেমিকের বিয়ে ঠেকাতে প্রেমিকা জেসমিন নিজেই চলে আসে টঙ্গী পূর্ব থানায়। থানায় মামলার প্রস্তুতি নিতে থাকে জেসমিন। মামলা করার প্রস্তুতির খবরে সজিবের আত্মীয় স্বজনরা সারারাত জেসমিনের সঙ্গে রফাদফা করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। জেসমিনের সঙ্গে তার প্রেমিকের বিয়ের রফাদফা না হওয়ায় শুক্রবার সকালে প্রমিকা জেসমিন নিজে বাদি হয়ে তার প্রেমিক সজিবের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি ধর্ষণ মামলা করে। প্রেমিকা জেসমিনের ধর্ষণ মামলা করার প্রস্তুতির খবর শুনে প্রেমিক সজিব তার অন্যত্র নয়া বিয়ের হলুদ সন্ধ্যার আয়োজন থেকে পালিয়ে যাওয়ায় হলুদ সন্ধ্যার অনুষ্ঠান পন্ড হয়ে যায়।

Share.