প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে চার দিন ধরে প্রেমিকার অবস্থান

0
বাংলাদেশ থেকে ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ের এক কলেজছাত্রী বিয়ের দাবি নিয়ে গত চার দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পাগলা থানাধিন টাঙ্গাব গ্রামে। এতে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের নামা বাশিয়া গ্রামের বাসিন্দা ও কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর সাথে ৬ মাস ধরে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে পাশের টাঙ্গাব গ্রামের বাসিন্দা এক কলেজ ছাত্রের। গত মঙ্গলবার বিকালে ওই ছাত্রী বিয়ের দাবিতে হঠাৎ করে প্রেমিকের বাড়িতে চলে আসেন। এ সময় প্রেমিক বাড়ি থেকে পালিয়ে যান। পরিবারের লোকজন বিয়েতে সম্মত না হওয়ায় গতকাল বৃহস্পতিবার মেয়েটি সিলিং ফ্যানে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে বাড়ির লোকজন টের পেয়ে বাধা প্রদান করে। ঘটনাটি এলাকাবাসীর মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন, বিয়ে ব্যাপারে উভয়পক্ষের মধ্যে আলোচনা চলছে। সামাজিক ভাবে সমাধানের চিন্তা করা হচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর বলেন, আমি উভয় পক্ষকে আইনি সহায়তায় বিষয়টি সমাধানের পরামর্শ দিয়েছি। এ বিষয়ে এখন পর্যন্ত পাগলা থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পাগলা থানার অফিসার ইন চার্জ শাহীনুজ্জামান খান।
Share.