বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

প্রেমে বাধা, মোবাইলে ডেকে বাবাকে খুন

0

ঢাকা অফিস: মেয়ের সঙ্গে প্রেমে বাধা দেওয়ায় বাবাকে খুন করা হয়েছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নির্মাণশ্রমিক নজরুল ইসলাম (৪৫) খুনের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই যুবকের নাম আবদুল মুবিন ওরফে লিমন (২৪)। তিনি বিয়ানীবাজারের লাউতা টিকরপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ বলছে, মেয়ের সঙ্গে প্রেমে বাধা দেওয়ায় নজরুল ইসলামকে মুঠোফোনে কল দিয়ে ডেকে নিয়ে খুন করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আবদুল মুবিন। গতাকল রোববার রাতে নিজ বাড়ি থেকে আবদুল মুবিনকে আটক করে পুলিশ। গত শনিবার রাত আটটার দিকে বিয়ানীবাজারের লাউতা নন্দীরফল ও টিকরপাড়া গ্রামের মধ্যবর্তী একটি ফাঁকা এলাকার তালগাছের নিচ থেকে নজরুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী হাসনা বেগম গতকাল রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা করেন। এ তথ্য নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (জকিগঞ্জ ও বিয়ানীবাজার সার্কেল) সুদীপ্ত রায় বলেন, মেয়ের সঙ্গে সম্পর্কে বাধা দেওয়ায় নজরুল ইসলামকে মুঠোফোনে কল দিয়ে ডেকে নিয়ে খুন করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই খুনের কথা স্বীকার করেছেন মুবিন।

Share.