প্রেম করছেন লিজা

0

বিনোদন ডেস্ক: ২০১২ সালের ২ মার্চ বাগদান হয় সঙ্গীতশিল্পী লিজার। তবে সেটি বিয়ে পর্যন্ত গড়ায়নি! ২০১৫ সালে সেই বাগদান ভেঙে যায়। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই মিডিয়াকে এড়িয়ে গেছেন লিজা। এবার তিনি জানালেন প্রেম ও বিয়ের খবর। লিজা একটি সম্পর্কে আছেন এ কথা স্বীকার করেছেন তিনি। সম্প্রতি ফেসবুকের একটি লাইভে অতিথি হিসেবে হাজির হয়ে লিজা জানান, একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে তার। তবে তার নাম-পরিচয় এখনই বলতে চান না। তাকেই বিয়ে করবে অন্তত দুই-তিন বছর পর- এমনটাই পরিকল্পনা এই কণ্ঠশিল্পীর। এ সময় লিজা বলেন, ‘ম্যাচিউরড সব মানুষই কারো না কারো সঙ্গে সম্পর্ক করে। আমারও সম্পর্ক আছে একজনের। এটুকু স্বীকার করতে আপত্তি নেই। আর বিয়েও হবে ইনশাআল্লাহ। তবে এখনই না। আরো দুই-তিন বছর অন্তত অপেক্ষা করতে চাই।’

Share.