বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

0

ঢাকা অফিস: রাজধানীর হাজারীবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্তণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে বাংলাদেশ সময় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।  বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৩৮ মিনিটে লোহারপুল সংলগ্ন এলাকায়  প্লাস্টিকের বোতল তৈরির একটি কারখানায় আগুনের সূত্রপাত হয়। এরশাদ হোসাইন বলেন,বাংলাদেশ সময়  রাত আড়াইটার দিকে আমাদের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Share.