বুধবার, জানুয়ারী ২২

পড়ালেখার খরচ দেওয়ার ঘোষণা দিয়ে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

0

ঢাকা অফিস: পাবনার সাঁথিয়া উপজেলার টলট গ্রামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহমেদ। এছাড়া ওই ছাত্রীকে শিক্ষার খরচ দেওয়ার ঘোষণাও দেন তিনি। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ অক্টোব) বাংলাদেশ সময় বিকালে টলট গ্রামের পঞ্চম শ্রেণির ছাত্রীর বিয়ের প্রস্তুতি চলছে এ সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে উপস্থিত হন ইউএনও জামাল আহমেদ। তার উপস্থিতি বুঝতে পেরে মেয়ের বাবা ও বরসহ অনেকেই পালিয়ে যায়। বিয়ে দেওয়ার চেষ্টায় ঘটক ইসমাইল হোসেন (৫৫), বরের চাচা আনোয়ার হোসেন (৩২) ও বন্ধু শাহীন শেখকে আটক করা হয়। আটককৃত প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও একমাস করে কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত তিন জনকে সাঁথিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই ছাত্রীকে বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না এই মর্মে মুচলেকা নিয়ে মা হাসিনা খাতুনের জিম্মায় দেওয়া হয়। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, সাজাপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Share.