বুধবার, ডিসেম্বর ২৫

ফখরুলের কথা শুনে মনে হচ্ছে পশ্চিমারাও তাদেরও সাহস যোগাচ্ছে: তথ্যমন্ত্রী

0

ঢাকা অফিস: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পশ্চিমা বিশ্ব যেমন ইসরায়েলকে সাহস যোগাচ্ছে, ফখরুলের কথা শুনে মনে হচ্ছে পশ্চিমারাও তাদেরও সাহস যোগাচ্ছে। সোমবার (১৬ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুলরা জনগণের দিকে না তাকিয়ে কাকের মতো পাশ্চাত্য শক্তির দিকে তাকিয়ে থাকে। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। পশ্চিমাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। বন্ধুরাষ্ট্র পরামর্শ দিতে পারে; কিন্তু আমরা দেখবো জনগণ কী চায়। বিএনপি চার দফা দিয়ে যে শর্তযুক্ত সংলাপের প্রস্তাব দিয়েছে সেটা গ্রহণযোগ্য নয়। ’ তিনি বলেন, সংবিধান মতে নির্বাচনকালীন সরকার গঠনের দরকার নেই। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার, তিনি কী রকম সরকার গঠন করবেন। নির্বাচনকালীন সরকার গঠন হতে যাচ্ছে এমন কথা সংবিধানসম্মত নয়।

Share.