শনিবার, নভেম্বর ২৩

ফরিদপুরে বিয়ে বাড়িতে লুটপাট ও হামলা ও আহত ১০

0

বাংলাদেশ থেকে ফরিদপুর প্রতিনিধি:  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার বিকালে ওই গ্রামের আক্কাছ শেখের ছেলে হাসান শেখের বিয়ের বৌভাতের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে রাসেল শেখ বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা দিয়েছেন। এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সিঙ্গাপুর প্রবাসী হাসান শেখের বৌভাত অনুষ্ঠানে আয়নাল বেপারীর ছেলে হাফিজুল বেপারীর সঙ্গে আসাত মেহমানদের চেয়ারে বসা নিয়ে ঠেলাধাক্কা হয়। বিষয়টি প্রবাসী হাসান স্থানীয় মাতব্বরদের মাধ্যমে তখনই আপস মীমাংসা করেন।আয়নালরা তখন খাওয়া-দাওয়া সেরে স্থান ত্যাগ করে। তার কিছুক্ষণ পর আয়নাল তার ছেলে হাফিজুল, নজরুল এদের নেতৃত্বে আরো ২০-৩০ জন লোক সংঘবদ্ধ হয়ে নতুন বউ ও আত্মীয়-স্বজনের ওপর লাঠিসোটা, ইটপাটকেল, রামদা প্রভৃতি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা এবং ব্যাপক ভাংচুর ও লুটপাট করেন। হামলাকারীরা এ সময় তারা ঘরের দরজা, জানালা, আসবাবপত্র ভাংচুর করেন, অতিথিদের খাবার নষ্ট ও মালামাল লুট করেন বলে প্রবাসী হাসান শেখ জানান। প্রবাসীর ছোট ভাই শেখ রাসেল বলেন, কিছু বুঝে ওঠার আগেই হামলা চালিয়ে আমাদের বেশ কয়েকজনকে আহত করে হামলাকারীরা। হামলার শিকার জনৈক আত্মীয় নাজমা বেগম জানান, বিয়ের অনুষ্ঠানে খাবার সময় আমাদের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায় এবং উপস্থিত মেয়েদের সাথে চরম অশোভন আচরণ করে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাহারা দিয়ে অনুষ্ঠান শেষ করেন। অভিযোগ বিষয়ে হাফিজুল বেপারী বলেন, প্রথমে অন্যায়ভাবে আমাদের লোকজনের ওপর হামলা করে, এরই রেশ ধরে দ্বিতয়বার হামলা ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা এসআই শহীদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা অভিযোগ পেয়েছি, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share.