ফর্মে ফেরার লক্ষ্য নিয়েই জিম্বাবুয়ে সফরে খেলবে কোহলি

0

স্পোর্টস রিপোর্ট: ব্যাট হাতে একেবারেই ছন্দে না থাকায় ওয়েস্ট ইন্ডিজ সফরের সীমিত ওভারের সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিরাট কোহলি। আইপিএলের পরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি- টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন বিরাট কোহলি। পরে আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজেও মাঠে নামেননি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে একেবারেই ফর্মে ছিলেন না। ক্রিকেট থেকে সাময়িকভাবে দূরে থাকতে কোহলি জাতীয় নির্বাচকদের অনুরোধ করেন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে তাকে দূরে সরিয়ে রাখতে। সেই মতো ক্যারিবিয়ান সফরের ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজে তাকে মাঠে নামতে দেখা যাবে না। তবে ফর্মে ফেরার লক্ষ্য নিয়েই কোহলি জিম্বাবুয়ে সফরে মাঠে নামতে পারেন টিম ইন্ডিয়ার হয়ে। শোনা যাচ্ছে, জাতীয় নির্বাচকরা চাইছেন এশিয়া কাপের আগে ফর্মে ফেরার মঞ্চ হিসেবে জিম্বাবুয়ে সফরের ওয়ান ডে সিরিজে মাঠে নামুক কোহলি। সংশ্লিষ্ট বোর্ড সূত্র বলেন, জাতীয় নির্বাচকদের বৈঠকের আগে এখনও বেশ কিছুদিন সময় রয়েছে। তবে পরিকল্পনা হলো, জিম্বাবুয়ে সফরের ওয়ান ডে সিরিজে, যে ফরম্যাটে কোহলি অত্যন্ত সফল, ফর্মে ফিরতে সেই মঞ্চটাকে ব্যবহার করুক বিরাট কোহলি। কোহলি ছাড়া টিম ইন্ডিয়ার বেশিরভাগ সিনিয়রদের এই জিম্বাবুয়ে সফরে বিশ্রাম দেওয়া হতে পারে। লোকেশ রাহুল অথবা শিখর ধাওয়ানের কোনও একজন নেতৃত্ব দিতে পারেন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে।

Share.