ফাইজারের টিকা প্রয়োগের অনুমতি দিলো সৌদি আরবও

0

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের খাদ্য ও ওষুধ প্রশাসন (এসএফডিএ) বৃহস্পতিবার জানিয়েছে, তারা ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা দেশটিতে ব্যবহারের অনুমতি দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ খবর জানিয়েছে। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের করোনা টিকার ছাড়পত্র দেয় ব্রিটেন। দেশটিতে টিকার প্রয়োগও শুরু হয়েছে। ব্রিটেনের পদাঙ্ক অনুসরণ করে ফাইজারের টিকার অনুমোদন দেয় বাহরাইন এবং কানাডাও। এরই ধারাবাহিকতায় সৌদিও এই টিকা ব্যবহারের অনুমতি দিলো।এক বিবৃতিতে বলা হয়েছে, ‌সৌদি আরবে ফাইজার–বায়োনটেকের করোনা টিকা রেজিস্ট্রেশনের জন্য অনুমোদন দিয়েছে খাদ্য ও ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ। করোনা ঠেকাতে স্বাস্থ্য দপ্তর এবার এই টিকা বিদেশ থেকে আমদানি করে ব্যবহার করতে পারবে। যদিও কবে থেকে সৌদির সাধারণ নাগরিককে করোনার এই টিকা দেয়া হবে তা জানানো হয়নি ওই বিবৃতিতে। এর আগে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মোহাম্মদ আল-আব্দ আল-আলি বলেছিলেন, যথাযথ মূল্যায়ন ছাড়া কোনও টিকার অনুমোদন দেয়া হবে না। দেশের বাসিন্দাদের স্বাস্থ্য ও সুরক্ষা মন্ত্রণালয়ের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে মঙ্গলবার ব্রিটেনে ফাইজারের টিকা প্রয়োগ শুরুর পর কিছুটা বিতর্কও তৈরি হয়েছে। টিকা প্রয়োগের ২৪ ঘণ্টার মধ্যেই এক সতর্কতায় যাদের অ্যালার্জির ইতিহাস আছে তাদের এই টিকা না নেয়ার পরামর্শ দেন ব্রিটেনের স্বাস্থ্য কর্মকর্তারা।

Share.