ঢাকা অফিস: বাংলাদেশের ফাইটোসেনিটারি সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)।বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে ইউএসডিএ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের একটি উচ্চপর্যায়ের কারিগরি সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল।তিনি বলেন, বাংলাদেশের কৃষি উন্নয়নে ইউএসডিএ সব সময় পাশে ছিল এবং এখনও আন্তর্জাতিক মানসম্পন্ন উদ্ভিদ সঙ্গনিরোধ কার্যক্রম উন্নীতকরণে ইউএসডিএর প্রস্তাবিত বিষয়গুলোকে কৃষি মন্ত্রণালয় গুরুত্ব সহকারে বিবেচনা করবে।সভায় ইউএসডিএ এবং ইউএসএআইডিএর পক্ষে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের কৃষি বিশেষজ্ঞ টেইলর ব্যবকক, মাদজিটাবা ফার্নান্দেজ, বারগোয়া গ্লেরিয়া, অনিরুদ্ধ রায়, তানভির হোসেন ও রবি খেত্রপাল।কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা উইং) বলাই কৃষ্ণ হাজরা, উদ্ভিদ সঙ্গনিরোধের পরিচালক কৃষবিদি ড. মো. আজহার আলী এবং অতিরিক্ত উপ-পরিচালক (রফতানি) কামরুন নাহার এবং কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ ড. সাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।
ফাইটোসেনিটারি সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করতে চায় ইউএসডিএ
0
Share.