ফারুকের মৃত্যুর গুজব, যা বললেন নায়কের স্ত্রী

0

বিনোদন ডেস্ক: আবারও ছড়িয়ে পড়েছে অভিনেতা, সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ওরফে ফারুকের মৃত্যুর গুজব। এ নিয়ে রবিবার সকালে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তার স্ত্রী ফারহানা পাঠান। জানিয়েছেন, এ খবর ভুয়া। এ ধরনের গুজব না ছড়াতে তিনি সকলের প্রতি আহ্বানও জানান। এবার ভিডিওবার্তায় একই আহ্বান জানালেন ফারুকের সহধর্মিনী। ফারহানা বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি আপনাদের সবার প্রিয়, আপনাদের মিয়া ভাই, ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুকের স্ত্রী ফারহানা বলছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফারুক খুব ভালো আছে। গত দুদিন ধরে ফারুকের নামে বাজেভাবে কিছু রিউমার ছড়ানো হচ্ছে। প্লিজ, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা না জেনে এ ধরনের অপপ্রচার চালাবেন না, এ ধরনের খবর দিবেন না।’ ‘আমরা এক বছরের উপরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আছি ফারুককে নিয়ে। এমনিতেই আমাদের অনেক চাপ যাচ্ছে। তার উপরে এ ধরনের খবর যদি আসে, এটা আমার জন্য, আমার সন্তান, ভাই-বোন, যারা এক বছর ধরে আমার ঘরটা সামলে রেখেছে, তাদের উপর একটা মানসিক চাপ পড়ে।’ ‘প্লিজ ভাই, আপনারা সবাই দোয়া করেন। আপনাদের সবার দোয়ায় ফারুককে খুব শিগগিরই বাংলাদেশে নিয়ে আসব। ইনশা আল্লাহ, আপনাদের সবার দোয়া থাকলে এই কঠিন রাস্তা আমার জন্য আরও সহজ হবে। প্লিজ, আপনারা কেউ অপপ্রচার চালাবেন না, এ ধরনের গুজব রটাবেন না। আমার জন্য আর ফারুকের জন্য দোয়া করবেন। আমি খুব শিগগির ফারুককে আপনাদের কাছে নিয়ে আসব।’ এর আগে শনিবার রাতে এবং রবিবার সকালে বেশ কয়েকটি ফেসবুক আইডি থেকে নায়ক ফারুকের মৃত্যুর খবর ছড়ানো হয়। এর মধ্যে একটি আইডি থেকে ফারুকের ছবি দিয়ে বানানো একটি শোকের পোস্টার আপলোড করে সেখানে লেখা হয়, ‘শোক সংবাদ, চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফারুক পাঠান আর নেই। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।’ ফেসবুকে ছড়ানো এমন খবরকে গুজব বলেছেন চিত্রনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানও। তিনি অভিনেতা ফারুকের সঙ্গে তোলা একটি ছবি রবিবার সকালে নিজের ফেসবুকে পোস্ট করেছেন। সেই ছবিতে আরও দুই খ্যাতিমান অভিনেতা সোহেল রানা এবং মিশা সওদাগরও রয়েছেন। ছবিটি পোস্ট করে জায়েদ খান ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় মিয়া ভাই সুস্থ আছেন, ভালো আছেন। কেউ দয়া করে গুজব ছড়াবেন না। সবাই তার জন্য দোয়া করবেন।’ এর আগে গত বছরের এপ্রিলেও ফারুকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। সে সময় বেশ কিছুদিন ধরে তিনি অচেতন অবস্থায় ছিলেন। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। তাকে আইসিইউতে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। সে কারণে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল, নায়ক ফারুক মারা গেছেন। এ নিয়ে সে সময় ক্ষোভ জানিয়েছিলেন অভিনেতার পরিবার। গত বছরের মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা চলছে ফারুকের। সে সময় নিয়মিত চেকআপের জন্য তিনি দেশটিতে গিয়েছিলেন। চেকআপের পর তার রক্তে ইনফেকশন ধরা পড়লে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ১৫ মার্চ খিঁচুনি উঠায় ফারুককে আইসিইউতে নেওয়া হয়। ২১ মার্চ হঠাৎ জ্ঞান হারালে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। ফারুকের শারীরিক অবস্থা সম্পর্কে কয়েক দিন আগেও তার স্ত্রী ফারহানা পাঠান জানিয়েছিলেন, অভিনেতা আগের চেয়ে অনেক ভালো আছেন। তিনি কেবিনে রয়েছেন। তার শারীরিক জটিলতা অনেকটাই কমে গেছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, ভালোভাবে কথা বলছেন, স্বাভাবিক খাবারও খাচ্ছেন।

 

Share.