স্পোর্টস ডেস্ক: সিরি ‘এ’র ম্যাচে মঙ্গলবার ফিওরেন্তিনার কাছে ০-৩ গোলে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল জুভেন্টাস। এই হারের পর ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে জুভেন্টাস। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৫তম অবস্থানে ফিওরেন্তিনা। ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে মিলান। এদিন জুভেন্টাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ৫৪ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে জুভেন্টাস। কিন্তু কাজের কাজটি হয়নি। আত্মঘাতী গোল, লাল কার্ড পিছিয়ে দেয় স্বাগতিকদের। ২০০৮ সালের পর প্রথমবার জুভেন্টাসকে তাদের মাটিতে হারাল ফিওরেন্তিনা ম্যাচ। শুরু হতে না হতেই পিছিয়ে যায় জুভেন্টাস। ফ্রাংক রিবেরির এগিয়ে দেয়া বলটি অসাধারণ দক্ষতায় প্রতিপক্ষের জালে পাছিয়ে দেন দুসান ভ্লাহোভিচ। ১৮তম মিনিটে দশজনের দলে পরিণত হয় জুভেন্টাস। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জুয়ান কুয়াদ্রাদো। ১-০ ব্যভধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফিওরেন্তিনা। ৭৬তম মিনিটে আলেক্স সান্দ্রোর আত্মঘাতী গোলে ২-০ গোলে লিড নেয় অতিথিরা। ৮১তম মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন ক্যাসেরেস। পরে আর কোনো গোল না হওয়ায় ০-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফিওরেন্তিনা।
ফিওরেন্তিনার কাছে জুভেন্টাসের বড় হার
0
Share.