বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

ফিট থাকতে তারার ভিন্ন অস্ত্র

0

বিনোদন ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রির নয়া সদস্য অভিনেত্রী তারা সুতারিয়া। এ বছরই করণ জোহারের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ দিয়ে তার অভিষেক হয়। কেরিয়ারের প্রথম ছবিতেই দর্শকের মন জয় করেছেন নায়িকা। সেই সঙ্গে সৌন্দর্য ও ফিগারেও মাত করেছেন। অনেকে তারার ফিগার দেখে রীতিমতো হিংসা করেন। তারার অসাধারণ ফিগার ও ওয়াশবোর্ড অ্যাবসের জন্য অনেকেই তার ভক্ত। ইন্ডাস্ট্রিতে নতুন হাওয়ার মতো তিনি। কীভাবে নায়িকা নিজেকে ফিট রাখেন এবং ওজন ধরে রাখেন অনেকেই তা জানতে চান। কিন্তু দৈনিক ঘণ্টার পর ঘণ্টা জিম বা কঠিন ডায়েট করে নয়, বরং নিজেকে ফিট রাখার ভিন্ন এক অস্ত্র রয়েছে তারার। নানা ধরনের নাচ প্রাকটিস করেন এই নায়িকা। রীতিমতো ট্রেনিং নেন তিনি। প্রতিদিন এই নাচের মাধ্যমেই নিজেকে ফিট রাখতে ভালোবাসেন তারা। ক্লাসিকাল ব্যালে থেকে মডার্ন ডান্স- সব ধরনের নাচেই তিনি মুগ্ধ করেন। ক্লাসিকাল ব্যালে অ্যান্ড ওয়েস্টার্ন ডান্স স্কুলে ট্রেনিং নিয়েছেন তিনি। অর্থাৎ নাচই তার ফিট থাকার অস্ত্র।

Share.