ফিলিপাইনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৫০

0
ডেস্ক রিপোর্ট: ফিলিপাইনে ৯৬ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দেশটির সামরিক বাহিনী প্রধান। এছাড়া ৪৬ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।স্থানীয় সময় রোববার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় ফিলিপাইনের মিনডানাওয়ের ক্যাগায়ান ডি ওরো থেকে সুলু প্রদেশে যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়।উদ্ধার অভিযানে প্রাথমিকপর্যায়ে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরে মৃতের সংখ্যা বাড়তে থাকে। হতাহতদের জোলোর মিলিটারি হাসপাতালে নেওয়া হয়েছে।তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। কারণ অনুসন্ধানে তদন্তের কথা জানিয়েছে বিমানবাহিনী।সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, ফিলিপাইনের সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সি-১৩০ মডেলের ওই বিমানটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ৪৬ জনকে জীবিত উদ্ধার করে। তাদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিমানটির ৯৬ জন আরোহীর অনেকেই সদ্য সামরিক প্রশিক্ষণ শেষ করে একটি যৌথ প্রশিক্ষণে যোগ দিতে জোলো দ্বীপে যাচ্ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান।রোববারের ওই দুর্ঘটনার পর ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী দেলফিন লোরেনজানা এক বিবৃতিতে জানান, ৯৬ জন আরোহী নিয়ে সামরিক উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়া সি-১৩০ হারকিউলিস মডেলের পরিবহন উড়োজাহাজটির আরোহীদের বেশির ভাগই সেনাসদস্য।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আরোহীরা সবাই মিলিটারি প্রশিক্ষণ শেষ করেছেন। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে তাদের একটি দ্বীপে মোতায়েন করা হয়েছিল।
Share.