ফিলিস্তিনিদের সাহায্যে ওআইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান ইরান-ইরাকের

0

ডেস্ক রিপোর্ট: হামাস-ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের সাহায্য করতে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইরান ও ইরাক। গত রোববার এক টেলিফোন সংলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইন এ আহ্বান জানান। দুই দেশেল মন্ত্রী ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরাইলের মধ্যকার চলমান সংঘর্ষের বিষয়ে মতবিনিময় করেন। সেই সঙ্গে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানোর জন্য মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জরুরি বলে দুই মন্ত্রী মত ব্যক্ত করেন। তারা বলছেন, নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থন জানানোর জন্য মুসলিম বিশ্বের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া অপরিহার্য। এছাড়া, ফিলিস্তিনের চলমান পরিস্থিতি পর্যালোচনার জন্য ওআইসির জরুরি বৈঠক বসা দরকার বলেও দুই মন্ত্রী উল্লেখ করেন। ইসরাইলি সেনারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে হত্যা ও অপরাধযজ্ঞ চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিরোধ লড়াই করা ফিলিস্তিনিদের বৈধ অধিকার বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গত শনিবার সকালে হামাস এবং জিহাদ আন্দোলনসহ কয়েকটি প্রতিরোধ সংগঠন ইসরাইলের সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে আকস্মিকভাবে মে বিশাল আকারের সামরিক অভিযান শুরু করেছে তা ইসরাইলের হত্যাযজ্ঞ ও দমনপীড়নের বিরুদ্ধে স্বাভাবিক প্রতিক্রিয়া বলে মন্তব্য করেন হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

Share.