শুক্রবার, ডিসেম্বর ২৭

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হত্যাচেষ্টা, হামলায় নিহত দেহরক্ষী

0

ডেস্ক রিপোর্ট: গাড়িবহরে হামলা চালিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হত্যাচেষ্টা করা হয়েছে। গত মঙ্গলবার (৭ নভেম্বর) অধিকৃত পশ্চিম তীর এলাকায় তার গাড়িবহরে হামলা হয়। এতে তার এক দেহরক্ষী নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস। সিএনএন তুর্কের বরাতে তাস জানিয়েছে, মঙ্গলবার পশ্চিম তীরে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের গাড়িবহরে হামলা হয়েছে। এ হামলায় তার এক দেহরক্ষী নিহত হয়েছেন। এছাড়া হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি প্রতিবেদনে। এদিকে, সংবাদমাধ্যম হুররিয়াত জানিয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্টের গাড়িবহরে হামলার বিষয়ে সশস্ত্র গোষ্ঠী সনস অব আবু জান্দাল।

Share.