ফুটবল খেলতে গিয়ে হবিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

0

বাংলাদেশ থেকে হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে ফুটবল খেলতে যাওয়া দুইটি শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। মৃত শিশুরা হলো- উপজেলার বদলপুর ইউনিয়নে মামুদপুর গ্রামের গোবিন্দ দাসের ছেলে প্রলয় দাস (৭) ও পাহাড়পুর গ্রামের রুবেল দাসের ছেলে সূর্য দাস (৬)। শনিবার (২৯ জুন) সন্ধ্যায় আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ এসব তথ্য জানান। এর আগে দুপুরে উপজেলার বদলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওসি জানান, গ্রামের মাঠে শিশুরা দলবেঁধে ফুটবল খেলছিল। এক পর্যায়ে সবাই মাঠের পাশের পুকুরের নেমে আবার ওঠে খেলতে যায়। তাদের মধ্যে সূর্য ও প্রলয় সাঁতার না জানায় আর উঠে আসতে পারেনি। পরে পানিতে তাদের মরদেহ ভেসে উঠে। বিকেলে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ।

Share.