ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল আদিবাসী যুবকের

0

 বাংলাদেশ থেকে শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ফুটবল খেলতে গিয়ে আগে থেকেই অসুস্থ দূর্জয় সাংমা নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বুরুঙ্গা গ্রামের তাপস সাংমার ছেলে। শনিবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার সমশ্চুড়া বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, নিহত দূর্জয় বেশ কিছুদিন যাবত জন্ডিস ও লিভারের সমস্যায় ভুগছিল। শনিবার বিকেলে এলাকার অন্য যুবকদের সাথে পশ্চিম সমশ্চুড়া বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যায় সে। বিকেল প্রায় সাড়ে পাঁচটার দিকে অসুস্থ হয়ে পড়লে খেলা বাদ দিয়ে মাঠে বসে থাকে। একপর্যায়ে বেশি অসুস্থ বোধ করলে খেলার সাথীরা তাকে পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করে। কিন্তু দূর্জয় স্বাভাবিক না হওয়ায় তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share.