ফুটো হয়ে চুয়ে পড়া তেল সংগ্রহের সময় বিস্ফোরণে ২৪ জনের মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট: ফুটো হয়ে চুয়ে পড়া সেই তেল সংগ্রহের সময় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে ট্যাংকারে। তাতে এ পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) মর্মান্তিক এই ঘটনা ঘটেছে হাইতির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর মিরাগোয়ানে। দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান ইমানুয়েল পিয়েরে বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, মিরাগোয়ানে বিস্ফোরণে প্রায় ৪০ জন আহত হয়েছেন। তাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তিনি বলেন, দিনের শুরুতে মৃতের সংখ্যা ১৬ জন বলে জানা গিয়েছিল। কিন্তু উদ্ধারকারীরা বিস্ফোরণস্থলের কাছে আরও কয়েকটি পোড়া মরদেহ খুঁজে পাওয়ায় মৃতের সংখ্যা বেড়েছে। আহতদের মিরাগোয়ানের সেন্ট থেরেসে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বন্দর শহরটি রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। পরে গুরুতর আহত ছয়জনকে পোর্ট-অ-প্রিন্সের একটি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়। আরও ১৩ জনকে প্রাথমিকভাবে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তাদের দেহের ৮০ শতাংশের বেশি পুড়ে যাওয়ায় পরিবহন অসম্ভব হয়ে পড়েছে। এ কারণে আপাতত মিরাগোয়ানের হাসপাতালেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে জরুরি বৈঠক ডেকেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী গ্যারি কনিল। বছরের পর বছর ধরে চলা অস্থিতিশীলতায় জর্জরিত একটি দেশ হাইতি। তাদের রাজধানী কার্যত অপরাধী চক্রের নিয়ন্ত্রণে চলে গেছে।

Share.