ফেনীতে বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত

0

বাংলাদেশ থেকে ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তিনটি পয়েন্টে ভেঙে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে টানা বৃষ্টিতে ফুলগাজী ও পরশুরামের বিভিন্ন পয়েন্টে বাঁধে ভাঙন দেখা দেয়।এতে পানি ঢুকে পড়ে দৌলতপুর, সাতকুচিয়া ও জয়পুরসহ ১০টি গ্রামে। তলিয়ে যায় ফসল, রাস্তাঘাট ও বাড়িঘর। ভেসে যায় পুকুরের মাছ। এতে চরম মানবেতর জীবনযাপন করছেন স্থানীয়রা।ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণের কারণে প্রতি বছরই সামান্য বৃষ্টি হলেই এ দুর্ভোগে পড়তে হয় বলে অভিযোগ তাদের। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, পানির অতিরিক্ত চাপে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। শিগগিরই বাঁধ মেরামত করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান।

Share.