মঙ্গলবার, ডিসেম্বর ২৪

ফেব্রুয়ারীতেই বিয়ে করছেন সৌম্য সরকার

0

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান সৌম্য সরকার এ মাসেই সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন। বিয়ের কারণে ২৬ বছর বয়সী এ ব্যাটসম্যানের বিসিএল তৃতীয় রাউন্ডে খেলা হচ্ছে না। পাত্রী আগে থেকেই সৌম্য এবং তাঁর পরিবারের চেনাজানা। প্রেমের সম্পর্কের পরিণতিতেই এই বিয়ে। জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন সৌম্য। বিসিএলে তাঁর দল ওয়ালটন মধ্যাঞ্চলের ম্যানেজার মিল্টন আহমেদ জানিয়েছেন, জাতীয় দলের হয়ে পাকিস্তান সফরে যাওয়ার আগেই বিয়ের ছুটি নিয়ে রেখেছেন সৌম্য। এ কারণে খেলতে পারবেন না বিসিএলের তৃতীয় রাউন্ড। জিম্বাবুয়ে দল ঢাকায় আসছে এ মাসেই। ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। এ ম্যাচের দুই দিন পরই সৌম্যর বিয়ে। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবেন কি না কিংবা তখন জাতীয় দলের সঙ্গে থাকবেন কি না, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

Share.