ফের ভারত ফেরত করোনা রোগী পালালেন

0

ঢাকা অফিস: আবারও ভারত ফেরত এক করোনা রোগী যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়েছেন। ইউনুস আলী গাজী নামে ওই ব্যক্তি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চররামপুর গ্রামের বাসিন্দা।পুলিশ জানায়, ভারত থেকে গতকাল বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ওই ব্যক্তি। করোনা পজিটিভ হওয়ায় জেলা প্রশাসনের কর্মকর্তারা যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে পাঠান। এরপর তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫টার দিকে তিনি ফোনে কথা বলতে বলতে বের হয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় থানা পুলিশকে ঘটনা জানায়। এরই মধ্যে ওই রোগীকে ফিরিয়ে আনতে অভিযান শুরু করেছে পুলিশ। এর আগে গত ২৪ ও ২৫ এপ্রিল এ হাসপাতাল থেকে ভারত ফেরত সাতজনসহ মোট ১০ জন করোনা রোগী পালিয়ে যান। সংবাদমাধ্যমে বিষয়টি প্রচার হওয়ায় ২৬ এপ্রিল রাতে সব রোগীকে আটক করে হাসপাতালে ফিরিয়ে আনে পুলিশ।যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ তার পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা ওই রোগীকে ফিরিয়ে আনতে অভিযান শুরু করেছে।যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মো. শাহীন জানান, পালিয়ে যাওয়া রোগীকে ফিরিয়ে আনতে পুলিশ অভিযান শুরু করেছে।

Share.