বুধবার, জানুয়ারী ১

ফেসবুকে নাগরিক সেবা প্রদান করায় প্রশংসায় ভাসছে এ্যাড উম্মে কুলসুম স্মৃতি এমপি

0

বাংলাদেশ থেকে গাইবান্ধা জেলা প্রতিনিধি: গত কয়েক দিনে বৃষ্টিতে গ্রামীন রাস্তাঘাট কর্মান্দ হয়ে সাধারন মানুষসহ ছোট বড় যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এমতবস্থায় উল্লেখিত রাস্তার ছবি তুলে ফেসবুকে পোষ্ট করে জরুরি ভিত্তিতে তা সংস্কার করনের লক্ষে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করে কিশোরগাড়ী ইউপির জাইতর এলাকাবাসী।এ বিষয়টি তাৎক্ষনিক নজরে আসে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারন সম্পাদক ও ৩১ গাইবান্ধা ০৩( পলাশবাড়ী সাদুল্যাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অত্র এলাকার জনপ্রিয় জননেতা এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপির। তিনি রাস্তাটি দ্রুত সংস্কার , জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ কমাতে নির্দেশ প্রদান করেন। পাশাপাশি প্রয়োজনীয় অর্থ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় ৬ জুন শনিবার কিশোরগাডী ইউনিয়নের জাইতর বালা রাস্তাটির মেরামতের কাজ শুরু করা হয়। এদিকে এত দ্রুত সময়ে প্রত্যান্ত পল্লীর এই রাস্তা সংস্কারের সংসদ সদস্যের মহতী উদ্যোগ প্রশংসিত হয়েছে উপজেলার সর্ব মহলে।

Share.