বুধবার, জানুয়ারী ২২

ফেসবুক, টুইটার ও গুগলের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প

0

ডেস্ক রিপোর্ট: অনাকাঙ্খিত বিধিনিষেধের (সেন্সরশিপ) শিকার হয়েছেন বলে অভিযোগ করে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এবং সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।ট্রাম্প এই মামলার ঘটনাকে ‘বাকস্বাধীনতার পথে এক নান্দনিক অগ্রযাত্রা’ হিসেবে আখ্যায়িত করেন। নিউজার্সি অঙ্গরাজ্যে ট্রাম্প গতকাল বুধবার তাঁর গলফ রিসোর্টে সংবাদ সম্মেলনে ডেমোক্র্যাটদের এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ওপর ক্ষোভ ঝাড়েন।প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। তাঁরা হলেন–ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, টুইটারের সিইও জ্যাক ডোর্সে ও গুগলের সিইও সুন্দর পিচাই।গত জানুয়ারিতে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনার পর জননিরাপত্তার কথা বলে একে একে তাঁর টুইটার, ফেসবুক ও ইউটিউব চ্যানেল বন্ধের ঘোষণা আসে।তবে মামলার খবরে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি টুইটার, ফেসবুক ও গুগল।এদিকে আইন বিশেষজ্ঞরা ট্রাম্পের মামলা করার বিষয়টিকে তাঁর মিডিয়ার নজর পাওয়ার অভ্যাসগত প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন।

Share.