ডেস্ক রিপোর্ট: চীনের ভিভো এমন একটি ফোন আনছে যেই ফোনের ব্যাক প্যানেলের রঙ একটু পর পর পরিবর্তন হবে। ভিভো ইলেক্ট্রোক্রোমিক গ্লাসের সাহায্যে এটি স্মার্টফোনে সম্ভব করেছে। যা সাধারণত স্কাইলাইট, সানরুফ ইত্যাদি গাড়িতে দেখা যায়। এই ধরণের টিনটেবল গ্লাসে, এর রঙ ইউজার দ্বারা পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করা যায়।সম্প্রতি চীনের মাইক্রোব্লগিং সাইট উইবোতে ভিভো এই ফোনের একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে ফোনের ব্যাক কভারের রঙ পার্পেল থেকে সিলভারে রূপান্তর হয়ে যাচ্ছে। এই ফিচারের মাধ্যমে ভবিষ্যতে নতুন নতুন অনেক ফিচার আবিষ্কার করা যেতে পারে। যেমন নির্দিষ্ট নোটিফিকেশনের জন্য নির্দিষ্ট কালার ব্যবহার।
ফোনের ব্যাক প্যানেলে রঙ বদলাবে নিজে নিজেই
0
Share.