বিনোদন ডেস্ক: ‘ফ্যামিলি ক্রাইসিস’ একটি লম্বা জার্নি ছিলো। আমরা এই নাটকের শুট শুরু করেছিলাম ২০১৯ সালে। এটি আমার আলাদা একটা পরিবার। এটা আমাকে অন্যরকম কিছু দিয়েছে। এই নাটকের সাথে অনেক স্মৃতি জরিয়ে আছে। ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকের মাঝে আমার ব্যক্তিগত জীবনে একটা ক্রাইসিস তৈরি করে গেছে। কারণ, এই নাটকের শেষ পর্ব শুটিংয়ের সময় আমি আমার বাবাকে হারিয়েছি। এছাড়া আর্টিস্টদের সাথে আমার একটা আন্তরিকতা তৈরি হয়েছে। বিশেষ করে শর্মিলা আন্টির সাথে এটাতে আমার কাজ। তার আন্তরিকতা আমি মুগ্ধ। আমরা যখন আড্ডা দিতাম তখন বোঝাই যায় না তিনি আমাদের আন্টি। তিনি বড় বোনের মতো ছিলেন। রুনা আপার সাথে আমার প্রথম কাজ। রুনা আপা এই নাটকে শুটিংয়ে আসার সময় বলতেন আমরা এখানে পিকনিক করতে আসি বা আড্ডা দিতে আসি। মিঠু আপা হলেন আমার বোন। কাজের বাইরে একটা সম্পর্ক আছে তার সাথে। শবনম ফারিয়া আমার বোন। শামীম হোসেন সরকারকে আমি কাকা ডাকি। রাজু তো আমার সাথেই ছিলেন। এছাড়া ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকে আরও যারা ছিলেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। কারণ এতো বড় একটা লম্বা জার্নিতে সবাই আমার সঙ্গে ছিলেন। আজ এটার শেষ পর্ব হলেও এটার রেশ অনেকদিন থাকবে।’মঙ্গলবার জনি হকের গ্রন্থনা ও সঞ্চালনায় ‘ইত্তেফাক অনলাইনের ‘টুনাইট শো’ লাইভে হাজির হন ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকের পরিচালক মুহম্মাদ মুস্তফা কামাল। এ সময় তিনি এসব কথা বলেন। লাইভে আরও ছিলেন অভিনেতা শামীম হাসান সরকার, এমএনইউ রাজু ও অভিনেত্রী সারিকা সাবাহ। এ সময় তারাও এই নাটকের অভিজ্ঞতা শেয়ার করেন।
‘ফ্যামিলি ক্রাইসিস-এর মাঝে আমার ব্যক্তিগত জীবনেও ‘ক্রাইসিস’ তৈরি হয়েছে’
0
Share.