স্পোর্টস রিপোর্ট: পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেটের উন্নতির জন্য ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে ভারত এবং অস্ট্রেলিয়া। তারই ধারাবাহিকতায় এবার নারী ক্রিকেটারদের জন্য খুশির খবর নিয়ে এলো হংকংয়ের ফেয়ারব্রেক। আর সেই টুর্ণামেন্ট খেলতেই দুবাইয়ে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার জাহানার আলম ও রুমানা আহমেদ। জাহানারা আলমের দেশের বাইরের ফ্রাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম সুযোগ পাচ্ছেন রুমানা। নারী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসরে অংশ নিতে ভারতের গিয়েছেন জাহানারা। দলের জার্সিগায়ে মাঠে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন এই টাইগ্রেস পেসার। এর মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে টুর্নামেন্টটি খেলার ছাড়পত্র পেয়ে গেছেন এই দুই তারকা ক্রিকেটার। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জাহানারা বলেন, ‘আগামী ৩০ এপ্রিল দেশ ছাড়ার কথা আছে। সব ঠিক থাকল ফিরব ১৬ মে। এবার ঈদুল ফিরত দেশের বাইরে হবে।’ ৬ দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২০টি। যেখানে অংশ নিচ্ছেন ৩৫টি দেশের ৯০ জন নারী ক্রিকেটার। বাংলাদেশের দুই অলরাউন্ডার জাহানারা আলম খেলবেন টুর্নামেন্টটির দল ফ্যালকনে, রুমানার জায়গা হয়েছে বার্মি আর্মিতে।