ডেস্ক রিপোর্ট: ভূমধ্যসাগরের তুলোনবন্দরে অবস্থানরত ফ্রান্সের একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিনে স্থানীয় সময় শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই বন্দরটি ফ্রান্সের নৌবাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি। আগুন নেভানোর জন্য কয়েক ডজন দমকলকর্মী কাজ করেন এবং আগুন নেভানোর জন্য মারসেল দ্বীপ থেকে একটি জাহাজ মোতায়েন করা হয়। খবর রয়টার্স ও ফোর্বসের। সাবমেরিনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সাবমেরিনটি মেরামতের জন্য বন্দরে নোঙর করা ছিল। ভূমধ্যসাগরে অবস্থিত নৌঘাঁটির এক মুখপাত্র বলেন, এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং তবে এখনও পরিপূর্ণভাবে নিভে যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে সাবমেরিনের কোনো পরমাণু পদার্থ বা অস্ত্রের মাধ্যমে তিনি আহত হননি। কী কারণে সাবমেরিনটিতে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার নয়। ১৯৯০ সালে ফ্রান্স এই পরমাণুচালিত সাবমেরিনটি চালু করে এবং ১৯৯৩ সালে সক্রিয়ভাবে নৌবাহিনীতে যুক্ত হয়।
ফ্রান্সের পরমাণুচালিত সাবমেরিনে আগুন
0
Share.