ফ্রান্সের ষাট ভাগ মানুষ রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধী

0

 ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে সামরিক হামলার জেরে রাশিয়ার উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো। কিন্তু যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ফ্রান্সের ষাট ভাগ মানুষ রাশিয়ার ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধী। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তারপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ফ্রান্সে রেকর্ড পরিমাণ মুদ্রাস্ফীতি হয়েছে। এছাড়া, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক মন্দার মুখোমুখি হতে পারে দেশটি। সম্প্রতি ফরাসি টেলিভিশন পরিচালিত এক জরিপ ফলাফলে দেখা গেছে- বেশিরভাগ ফরাসি নাগরিক ইউক্রেন যুদ্ধের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে। এছাড়া, নিত্যপণ্যের উচ্চ মূল্যের কারণে তারা সরকারের ওপর ক্ষুব্ধ। জরিপে দেখা যায়, শতকরা ষাট ভাগ ফরাসি নাগরিক রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে, অথবা নিষেধাজ্ঞা কমানোর পক্ষে মতামত দিয়েছেন। তাদের মতে, রুশ-বিরোধী নিষেধাজ্ঞের কারণে ফরাসি নাগরিকদের গড় ক্রয় ক্ষমতার ওপর বড় রকমের নেতিবাচক প্রভাব পড়েছে। জরিপে অংশ নিয়ে শতকরা ৭৫ ভাগ ফরাসি নাগরিক বলেছে যে, ইউরোপীয় ইউনিয়নের দেয়া নিষেধেজ্ঞার প্রভাব রাশিয়ার ওপর পড়েনি। এছাড়া, ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা দেয়ার ব্যাপারে ফ্রান্সের জনগণ ঠিক সমানভাবে দ্বিধাবিভক্ত। জরিপে অংশ নেয়া শতকরা ৮৫ ভাগ মানুষ মনে করে- যুদ্ধ কয়েক বছর ধরে চলবে।

Share.