ফ্রান্সের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত

0

ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্রাংক রিয়েস্টার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (৯ মার্চ) তার এক সহকর্মী এমন তথ্য জানিয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওলিভিয়ার ভেরান বলেছেন, ফ্রাংক ভালো আছেন। তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন। ডাটা সংগ্রহকারী ওয়েবসাইট ওমিটারস ডট ইনফো’র হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় ১০ মার্চ সকাল পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে চার হাজার ২৭ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা এক লাখ ১৪ হাজার ৪২২। এদের মধ্যে চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়েছে ৬৪ হাজার ৮১ জন। ফ্রান্সে ১৪১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩০ জন প্রাণ হারিয়েছেন। ফ্রান্সে ফ্রাংক ছাড়াও দেশটির আরও পাঁচ আইনপ্রণেতা প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার জানা গেছে, ফ্রান্সের জাতীয় পরিষদের ক্যাফেটেরিয়ার এক কর্মীও আক্রান্ত হন। সেখান থেকে এসব এমপিরা আক্রান্ত হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। আবার আক্রান্ত পাঁচ এমপির কারও কাছ থেকে এই ভাইরাস ফ্রাংকের শরীরে আসতে পারে। কয়েকদিন আগে সর্বশেষ তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে দেখা করেছিলেন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। একপর্যায়ে এ ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Share.