ফ্রান্সে করোনার নতুন ধরন, ধরা পড়ছে না পরীক্ষায়ও

0

ডেস্ক রিপোর্ট: এবার ফ্রান্সে পাওয়া গেলো করোনাভাইরাসের নতুন স্ট্রেইন বা ধরন। ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকার করোনার ধরনের দাপট এখনও সামলে উঠতে পারেনি বিশ্ব, এরই মধ্যে নতুন এই স্ট্রেইন আতঙ্ক ছড়াচ্ছে। কেননা আগের ধরনগুলোর মতো সংক্রামক না হলেও পিসিআর পরীক্ষায় ধরা পড়ছে না এই নতুন ভ্যারিয়েন্টটি।আবার আক্রান্ত ব্যক্তির শরীরেও বিশেষ কোনও উপসর্গ দেখা যাচ্ছে না। মঙ্গলবার ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির উত্তর পশ্চিমের ব্রিটনি প্রদেশে এই নতুন ধরনের খোঁজ মিলেছে। সেখানকার ল্যানিয়ন হাসপাতালের ৭৯ জন আক্রান্তের মধ্যে আটজনের শরীরে নতুন এই ধরন ধরা পড়েছে। এদিকে পিসিআর পরীক্ষায় এটি ধরা না পড়ার বিষয়টি ভাবাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’কে।তবে নতুন এই ধরন নিয়ে এখনই কিছু জানায়নি ডব্লিউএইচও। বরং এই ধরনে আক্রান্তের মধ্যে কী কী লক্ষণ দেখা যাচ্ছে, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার দিকে মন দিয়েছে তারা। এরই মধ্যে দেশটিতে করোনা বাড়তে থাকায় রাজধানী প্যারিসসহ দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চলে এক মাসের জন্য লকডাউন দিয়েছে ফরাসি সরকার। দেশটিতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় শুক্রবার মধ্যরাত থেকে এই এক মাসের লকডাউন শুরু হচ্ছে। গেলো একদিনে দেশটিতে ৩৫ হাজারের বেশি নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে।

Share.