ফ্রান্সে কুকুরের কামড়ে গর্ভবতী নারীর মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট: ফ্রান্সে কুকুরের আক্রমণে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। তদন্তকারীরা জানিয়েছে, নিজের কুকুরকে নিয়ে জঙ্গলে হাঁটার সময় অন্য কয়েকটি কুকুর এসে তার ওপর আক্রমণ চালায়।  এ ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করেছে পুলিশ। প্যারিসভিত্তিক ফরাসি শিকার সংস্থার মতে, ফ্রান্সে ৩০ হাজারেরও বেশি শিকারি কুকুর রয়েছে। এদেরকে নির্দিষ্ট কিছু প্রাণী শিকারের পাশাপাশি মানুষের নির্দেশ মেনে চলার প্রশিক্ষণ দেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যম লো কুরিয়ার পিকার্ড এর প্রতিবেদনে বলা হয়, নিজের ৫টি কুকুরকে সঙ্গে নিয়ে হরিণ শিকারে বের হয়েছিলেন ওই নারী।  ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভিলার্স কোতেরেস জঙ্গলের ভেতর থেকে ২৯ বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। প্যারিস থেকে ভিলার্সের দূরত্ব ৯০ কিলোমিটার। ময়নাতদন্তের প্রতিবেদনে ওই নারীর মাথা, শরীর ও হাতে কুকুরের কামড়ের চিহ্ন পাওয়ার কথা নিশ্চিত করা হয়। প্রসিকিউটর ফ্রেডরিক ত্রিন্থ বলেন, কামড় থেকে অনেক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আক্রমণকারী কুকুরকে শনাক্ত করতে ওই নারীর নিজের ৫টি সহ ৯৩টি কুকুরের ওপর পরীক্ষা চালানো হয়েছে। প্রাণী সুরক্ষা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ব্রিগিট বার্ডোট এই ঘটনায় বড় ধাক্কা খেয়েছেন। তিনি ফ্রান্সের বাস্তুতন্ত্র পরিবর্তন বিষয়ক মন্ত্রী এলিজাবেথ বোর্নকে এক চিঠিতে এই মৌসুমে সব ধরনের শিকার বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।

Share.