ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের নিস শহরে ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। শহরের একটি গির্জার কাছে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। নিসের মেয়র ক্রিশ্চিয়ান এস্ত্রোসি জানিয়েছেন, এ হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে। এদিকে, ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন মেয়র এস্ত্রোসি। তিনি বলেন, ‘জরুরি কাজের সুবিধার জন্য ঘটনাস্থল এড়িয়ে চলার জন্য জনসাধারণকে আহ্বান জানাচ্ছি।’ ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে এবং আমরা একটি জরুরি সভার আয়োজন করব।
ফ্রান্সে গির্জার পাশে ‘সন্ত্রাসী হামলা’, দুজন নিহত
0
Share.