ফ্রেইবার্গের বিপক্ষে ৫-১ ব্যবধানে বড় জয় পেয়েছে বুরুশিয়া ডর্টমুন্ড

0

স্পোর্টস ডেস্ক: জার্মান বুন্ডেস লিগায় ফ্রেইবার্গের বিপক্ষে ৫-১ ব্যবধানে বড় জয় পেয়েছে বুরুশিয়া ডর্টমুন্ড। সিগনাল ইদুনা পার্কে দু’টি করে গোল তুলেছেন আরলিং হালান্দ ও থমাস মুনিয়ের। অপর গোলটি এসেছে মাহমুদ দাহোউদের পা থেকে। ১৪ ও ২৯ মিনিটে দুটি গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে দেন বেলজিয়ান ডিফেন্ডার মুনিয়ের। বিরতিতে যাওয়ার ঠিক আগে নিজের প্রথম গোল তোলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্দ। ৬১ মিনিটে ফ্রেইবার্গের হয়ে ব্যবধান কমান এরমেদিন। ৭৫ মিনিটে প্রতিপক্ষের জালে একহালি গোল পূর্ণ করেন হালান্দ। ৮৬ মিনিটে শেষ গোলটি তোলেন সিরিয়ায় জন্ম নেওয়া জার্মান ফিডফিল্ডার মাহমুদ। ১৯ ম্যাচ শেষে ৪০ পয়েন্ট তুলে দ্বিতীয় স্থানে অবস্থান ডর্টমুন্ডের। সমান ম্যাচে ৩০ পয়েন্টে চতুর্থ স্থানেফ্রেইবার্গ।

Share.