ঢাকা অফিস: আজ সোমবার শেষ হচ্ছে প্রাণের বইমেলা। অমর একুশে বইমেলার ২৫তম দিনে গতকাল রোববার দর্শনার্থী ছিল চোখে পড়ার মতো।গতকাল রোববার নিজের প্রিয় বইটি কিনতে অনেকে ছুটে গেছেন মেলা প্রাঙ্গণে। বেশির ভাগ মানুষই স্বাস্থ্যবিধি মেনে মুখে পরেছিলেন মাস্ক। তবে অনেকের মুখে মাস্ক ছিল না। আজ যথারীতি মেলা শুরু হবে বেলা ১২টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত।গতকাল মেলায় নতুন বই এসেছিল ৪৭টি। প্রকাশ হয় চারটি গল্পের বই, উপন্যাস সাতটি, প্রবন্ধের বই দুইটি, কবিতার বই ১৬টি। এ ছাড়া প্রকাশ পেয়েছে গবেষণা, ছড়া, জীবনী, মুক্তিযুদ্ধ, নাটকসহ বিভিন্ন বিষয়ের বই।বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘(আজ) সোমবার অমর একুশে বইমেলার শেষ দিন। মেলা শুরু হবে যথারীতি বেলা ১২টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত।’করোনা মহামারির কারণে এবার একুশের বইমেলা পিছিয়ে ১৮ মার্চ থেকে শুরু হয়, যা শুরুতে ১৪ এপ্রিল পর্যন্ত চালানোর কথা থাকলেও পরে ১২ এপ্রিল সম্পন্ন করার সিদ্ধান্ত হয়।
বইমেলার শেষ দিন আজ
0
Share.