‘বখাটে স্টাইলে’ শিক্ষার্থীদের চুল না কাটার নির্দেশ ওসির

0

ঢাকা অফিস: নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়ায় শিক্ষার্থীদের বখাটে স্টাইলে চুল না কাটতে নির্দেশ দিয়েছেন পুলিশ ফাঁড়ির ওসি। এছাড়া সেলুন মালিকদের চুল কাটার স্টাইলিশ ফেস্টুন সরিয়ে নিতেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেলুন মালিকদের সঙ্গে মত বিনিময়ের পর এই নির্দেশ দেন ওসি।ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোমিনুল হক জানান, শিক্ষার্থীরাই পারে সুন্দর সমাজ গড়তে। তাই শিক্ষার্থীদের সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে তাদের চলাচল, পোশাকসহ সব কিছুই মার্জিত হওয়ার কোনও বিকল্প নেই। এজন্যই বখাটে স্টাইলে চুল রাখা বা কাটতে যেন উৎসাহ না পায় সেজন্য সেলুনে থাকা স্টাইলিশ ফেস্টুন সরাতে হবে।

Share.