সোমবার, জানুয়ারী ২৭

বগুড়ায় চাঞ্চল্যকর জোড়া খুনের পলাতক আসামি গ্রেপ্তার

0

বাংলাদেশ থেকে বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের বিসিক এলাকায় চাঞ্চল্যকর জোড়া খুনের পলাতক আসামি তাহাজুল ইসলাম ওরফে তাহাজ্জদকে (২৬) গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের নারুলী তালপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তাহাজ্জদ গাবতলী উপজেলার রামেশ্বরপুর গুচ্ছগ্রামের দুলাল মন্ডলের ছেলে। তিনি বর্তমানে নারুলী নতুনপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, চলতি বছরে গত ২৪ ফেব্রুয়ারি শহরের ফুলবাড়ি এলাকায় বিসিক শিল্পনগরীর মাছু অ্যান্ড সন্স ইন্ডাস্ট্রিতে দুই নৈশপ্রহরী খুন হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, মাছু অ্যান্ড সন্স ইন্ডাস্ট্রির ট্রাকচালক বগুড়ার শাজাহানপুর উপজেলার চকলোকমান এলাকার মৃত মিসবাহুল মিল্লাত নান্নার ছেলে হোসাইন বিন মিল্লাত ওরফে নিনজা (৩৪), হেলপার বগুড়া শহরের নারুলী তালপট্টির বদিউজ্জামান প্রামাণিকের ছেলে রাহাত প্রামাণিক (২১) ও সাবেক কর্মচারী একই এলাকার সায়েদ হামান বেপারীর ছেলে সুমন বেপারী (২৭)। গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে খুনের ঘটনায় তাহাজুল ইসলাম ওরফে তাহাজ্জদ সরাসরি জড়িত থাকার কথা জানায়। এ ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। পরে বুধবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share.