বাংলাদেশ থেকে বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিদ্যুত সাব স্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরনে দগ্ধ হয়ে রবিউল ইসলাম শাহীন(৫০) নামে বিদ্যুত বিভাগের এক কর্মী নিহত গেছেন। তিনি নদার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই লিঃ(নেসকো-৩) এর আওতাধীন পুরনা বগুড়া ৩৩ কেভি সাবস্টেশনে সুইচ বোর্ড এ্যাসিটেন্ট হিসাবে কর্মরত ছিলেন। আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তিনি মারা যান। নেসকো-৩ বগুড়ার নির্বাহী প্রকৌশলী(চলতি দায়িত্বে) মোঃ জুলফিকার আলী তালুকদার জানান, বৃস্পতিবার রাত ১টার দিকে রবিউল ইসলাম ট্রান্সফরমারের পাওয়ার লোড পর্যবেক্ষন তথা ডাটার কাজ করছিলেন। হঠাৎ করে কারেন্ট ট্রান্সফরমার(সিটি) বিস্ফোরিত হলে তিনি দগ্ধ হন। প্রথমে তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯ টার দিকে তিনি মারা যান।