বগুড়ায় মাছ সরবরাহের কমতি নেই, তবুও দাম চড়া

0

বাংলাদেশ থেকে বগুড়া জেলা প্রতিনিধি: সর্বাত্মক লকডাউনেও বগুড়ার পাইকারী হাট-বাজারে মাছের সরবরাহের কমতি নেই। মাছ আসে নওগাঁ, নাটোর ও রাজশাহী থেকেও। তবে সরবরাহ বেশি হলেও রোজা ও পহেলা বৈশাখ উপলক্ষে মাছের দাম বেশ চড়া। চাষিরা ভালো দাম পেয়ে খুশি।ভোরের আলো ফুটতেই ক্রেতা বিক্রেতার হাক-ডাকে মুখর বগুড়ার চারমাথা পাইকারি মাছের বাজার। রোজা ও পহেলা বৈশাখ উপলক্ষে বেড়েছে সরবরাহ। তবে দামও বেড়েছে। আর মাছের দাম ভালো পেয়ে খুশি মাছ চাষিরা।আড়ৎদাররা জানান, স্বাস্থ্যবিধি মেনেই মাছ কেনা-বেচা করছেন তারা।চারমাথা মাছের পাইকারি বাজারে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা মাছ কেনা-বেচা হয় বলেও জানান এ বাজারের পাইকাররা।

Share.