শনিবার, ডিসেম্বর ২৮

লাইফ সাপোর্টে থাকা বগুড়া-১ আসনের এমপি মান্নান আর নেই

0

ঢাকা অফিস: লাইফ সাপোর্টে থাকা বগুড়া-১(সারিয়াকান্দি-সোনাতলা) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নান মারা গেছেন। ঢাকার ল্যাবএইড হাসপাতালে থাকা মান্নানের লাইফ সাপোর্ট শনিবার বাংলাদেশ সময় সকালে খুলে নেওয়া হয়। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল মান্নানকে। অবস্থার অবনতি ঘটলে ওই বাংলাদেশ সময় রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, আজ সকাল ৮টা ১৫ মিনিটে আব্দুল মান্নান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মান্নানের বয়স হয়েছিল ৬৬ বছর। তার পৈতৃক বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকায়। গত শতকের ৮০ দশকে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনকারী কিছুকাল আগে মান্নান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (বাকসু) ভিপি ছিলেন তিনি। ২০১৪ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মান্নান। এরপর ২০১৮ সালেও নির্বাচিত হন।

Share.